বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালে প্রতিদিন ইফতার করছেন পাঁচশতাধিক মানুষ

আপডেট: March 23, 2025 |
inbound3402764028191423130
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় পথচারী নারী-পুরুষ, রিক্সাচালক,এতিম ও দুস্হ ৫শতাধিক মানুষ ইফতার করছেন বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালে।

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় অবস্হিত জিয়াউর রহমান শিশু হাসপাতাল চত্বরে প্রতিদিন বিকেল থেকে সারিবদ্ধভাবে বসেন শতশত মানুষ।

তাদের কেউ স্কুলছাত্র,কেউ ব্যবসায়ী, এতিম, ভিক্ষুক,আবার অনেকে ভ্যান ও রিক্সা চালক। সাইরেনের আওয়াজ শুনে একসাথে ইফতার করেন প্রায় ৫শতাধিক মানুষ।

ইফতারে উপস্থিত বেড়েছে বিগত বছরগুলো থেকে অনেক।
বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় কো-অডিনেটর সাংবাদিক কামাল আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতাল শিশু হাসপাতাল চত্বরে প্রতিবছর এই ইফতার মাহফিলের কার্যক্রম চলে আসছে। ভবিষ্যতেও এই ইফতার মাহফিল অব্যাহত থাকবে।

জিয়াউর রহমান শিশু হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আমিনুল হক দেওয়ান জানান,রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস।

সমাজের নিম্ন আয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যাতে ইফতার থেকে বঞ্চিত না হন,সেই জন্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

চেলোপাড়া বস্তির বিধবা আছমা বেগম প্রতিদিন তার দুই ছোট সন্তানকে নিয়ে এখানে রজমানের ইফতার করতে আসেন।

তিনি বলেন,প্রতিদিন গরীব মানুষের জন্য ইফতারের আয়োজনের জন্য দোয়া করি।রিক্সাচালক মামুন বলেন, সোনাতলায় আমার বাড়ি ঈদে বগুড়া শহরে রিক্সা চালিয়ে টাকা জমাচ্ছি ছেলে মেয়েদের কেনাকাটার জন্য।

প্রতিদিন এই রাস্তায় ভাড়া নিয়ে যাওয়ার সময় দেখি বিকাল থেকেই অনেক মানুষ দাঁড়িয়ে থেকে,তাই আমি দেখতে এসে নিজেও ইফতার করলাম। একসাথে এত মানুষের সাথে কখনো ইফতার করিনি।

ইফতারের এই আয়োজনে নিয়মিত স্বেচ্ছাসেবকের কাজ করেন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আল আমিন সরকার মিলন, মোঃ সম্রাট হোসেন,আনারুল ইসলাম ছোটন,রানা,রাশেদ, রনি,নিশাত ও উজ্জ্বল হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর