সিনেমা ছাড়ব, কিন্তু এখন না : বর্ষা

আপডেট: March 24, 2025 |
inbound6878564570977854469
print news

অভিনয় থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যাবে না তাকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। এবার নায়িকা জানালেন, অভিনয় তিনি ছাড়বেন তবে এখনই নয়।

অভিনয় ছাড়তে আরো দেরি হবে জানিয়ে এক সংবাদমাধ্যমকে বর্ষা জানান, তার হাতে ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, ‘কিল হিম-২’ নামে তিনটি ছবি আছে। ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করবেন না। বর্ষা বলেন, ‘সিনেমা তিনটি শেষ করতে সময় লাগবে। সিনেমা ছাড়ব, কিন্তু এখন না।

দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’ ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেছেন ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘দিন: দ্য ডে’, ‘কিল হিম’সহ কয়েকটি সিনেমায়।

Share Now

এই বিভাগের আরও খবর