স্বাধীনতা দিবসে ঢাকা-সাভার রুটে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ


আগামীকাল বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভিভিআইপিদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ভোর ৩টা হতে সকাল ৮টা পর্যন্ত গাবতলী-আমিন বাজার-সাভার-নবীনগর সড়কে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ মার্চ) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় গাবতলী হতে ঢাকা বহিঃগমনকারী যানবাহনসমূহ বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করবে।
ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী ঢাকা অভিমুখী ও ঢাকা হতে ছেড়ে যাওয়া সকল প্রকার যানবাহনকে আগামী ২৬ মার্চ ভোর ৩টা হতে সকাল ৮টা পর্যন্ত বিকল্প গমনাগমন পথ ব্যবহার করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা গাবতলী-আমিন বাজার-সাভার হয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পুষ্পস্তবক অর্পণ শেষে একই পথে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।