তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের মা-বাবা

আপডেট: March 25, 2025 |
boishakhinews 48
print news

হার্ট অ্যাটাক করে হাসপাতলে ভর্তি তারকা ক্রিকেটার তামিম ইকবাল। হঠাৎ করে এই ক্রিকেটারের অসুস্থতায় চারদিকে সাড়া পড়ে গেছে। খোঁজ-খবর নিচ্ছেন ভক্ত সমর্থক থেকে শুরু করে সতীর্থরা। বাদ যাননি দীর্ঘদিনের বন্ধু সাকিব আল হাসানও।

দীর্ঘদিন ধরেই সাকিব-তামিমের মাঝে শীতল সম্পর্ক। তামিমের অসুস্থতার খবরে অবশেষে বরফ গললো সে সম্পর্কের। তামিমের স্ত্রীকে ফোন করে খোঁজ-খবর নিয়েছেন সাকিব। সে সঙ্গে তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাকিবের মা-বাবা।

সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তামিমের সুস্থতা প্রার্থনা করে সাকিব লিখেন, ‘‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’’

সাকিব শেষে যা লিখলেন, সেটা স্পর্শ করে গেছে হৃদয়ের গভীরতা। তামিমকে ভাই সম্বোধন করে সাকিব আরো যোগ করেন, ‘‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’’

তার আগেই তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে ফোন করেন সাকিব। তামিমের শারীরিক অবস্থা জানতে চান এই সময়ে। এ ছাড়া তামিম যখনই কথা বলার অবস্থায় থাকবেন, তখনই কথা বলায়া দেয়ার অনুরোধও করেন তিনি। তামিম ইকবালের পরিবারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) তামিমকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে হাজির হয়েছিলেন সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন আক্তার। দুজন গিয়ে তামিমের সাথে দেখা করেন। এ সময় তামিমকে নিজের ছেলের মতোই মনে করেন বলে জানিয়েছেন সাকিবের বাবা। তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর