লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

আপডেট: April 3, 2025 |
inbound7457345301896113796
print news

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা।

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ‘ বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আজ, কাল ও পরশু… আগামী চারদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, ডাক্তাররা (লন্ডন ক্লিনিকের চিকিৎসক) বাসায় তাকে দেখতে আসবেন।’

‘কিছু পরীক্ষা করার জন্য হয়ত তাকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকদিন তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে’, বলেন তিনি।

খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন… কত দ্রুত তাকে ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন।’

বিএনপি চেয়ারপারসন বর্তমানে লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন।

Share Now

এই বিভাগের আরও খবর