জয়পুরহাটে ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: April 6, 2025 |
inbound7117271770673424442
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় আব্বাস আলী খান মিলনায়তনে
ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার  আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি জুয়েল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।

জেলা সেক্রেটারি তারেক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাবি শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন,
এস এম রাশেদুল আলম সবুজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শহর আমির আনোয়ার হোসেন, সদর আমির ইমরান হোসেন,  শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল খালেক,এ্যাড. আসলাম হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি জেলা আমির বলেন, শিবির নেতাকর্মীদের ভালো ছাত্র হওয়ার মাধ্যমে আগামী দিনের যোগ্যনেতৃত্ব প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ বিনির্মানে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর