অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ফিলিপাইনের

আপডেট: April 8, 2025 |
inbound7595327976654404537
print news

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ফিলিপাইনের জনগণের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপনের কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নিনা পি. কেংলেট।

সোমবার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রদূত নিনা পি. কেংলেট বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও দৃঢ় করার জন্য সম্ভাব্য সমঝোতা স্মারক অনুসন্ধান।

আলোচনায় কৃষি ও শিক্ষার মতো সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরা হয়েছে। উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর