বেরোবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র প্রদান

আপডেট: April 10, 2025 |
inbound9137513234560899573
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করেন।

এ সময় উপাচার্য বলেন, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে।

একাডেমিক পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস শিক্ষার্থীদের মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন

Share Now

এই বিভাগের আরও খবর