জাবিতে ৫ম কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

আপডেট: April 11, 2025 |
inbound6140598916601900377
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘৫ম কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল (শুক্রবার) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের গ্যালারি রুমে এই চূড়ান্ত পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিযোগিতার প্রথম পর্বে অনলাইনে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। প্রথম পর্ব থেকে বাছাইকৃত ৬৫ জন শিক্ষার্থী এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

ক্লাবের উপদেষ্টা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামিমা নাসরীন জলি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ভিন্নধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সকল সংস্কৃতির চর্চা রয়েছে।

এর অংশ হিসেবে কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ। পবিত্র কুরআন আমাদের জীবনের দিকনির্দেশনা; জীবন কীভাবে পরিচালিত হবে তা এখানে বিস্তারিতভাবে বলা আছে। আমি আশা করি, এই আয়োজনটি নিয়মিতভাবে চলমান থাকবে।

ক্লাবের সভাপতি মুহিবুল্লাহ মুহিব বলেন, আমাদের উদ্যোগে এ বছর পঞ্চমবারের মতো কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

জাবির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা কুরআনের প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসার প্রকাশ। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল—প্রজন্মকে কুরআনের প্রতি আকৃষ্ট করা, তাদের মাঝে কুরআন চর্চার একটি চেতনা গড়ে তোলা এবং আলোকিত জীবন গঠনে উৎসাহিত করা।

আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ তরুণদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম. মেসবাহউদ্দিন সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে কুরআন নিয়ে আগ্রহ ও সাংস্কৃতিক চর্চা করছে, যা সত্যিই প্রশংসনীয়। সাধারণ পড়াশোনার পাশাপাশি কুরআন নিয়ে তাদের গবেষণা ও কাজ করার আগ্রহ অনন্য।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আব্দুল্লাহ রাফি বলেন, এই প্রতিযোগিতা মানুষের মধ্যে কুরআন পড়ার আগ্রহ ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

গত বছর প্রতিযোগিতায় অংশগ্রহণের পর আমি এবছর রমজানে কুরআনের সম্পূর্ণ অনুবাদ পাঠ করেছি। আশা করি, এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর