হঠাৎ হামলার শিকার গোবিপ্রবি শাখার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব

আপডেট: April 18, 2025 |
inbound2753884595065435804
print news

তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধিঃ ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (গোবিপ্রবির) আহ্বায়ক ও জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল আনুমানিক ৪:২০ মিনিটের দিকে গোপালগঞ্জ মডেল স্কুলের সামনে ১৫-২০ জন কিশোর তাদের ওপর হামলা চালান বলে জানা যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

হামলার বিষয়ে জানতে চাইলে, আহ্বায়ক জসিম উদ্দিন বলেন,”আমরা মডেল স্কুলের সামনে গেলে ১৫ থেকে ২০ জন কিশোর আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

গতকাল রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। ধারণা করছি তার পরিপ্রেক্ষিতে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ”

এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।

বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Share Now

এই বিভাগের আরও খবর