সিলেটের সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

আপডেট: April 18, 2025 |
inbound6906315559748690304
print news

ফাহিম আহমদ , সিলেট প্রতিনিধি: সিলেটের সুরমা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে শাহজালাল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শেখ সরওয়ার হোসেন (৫৮)। তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মিরপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার মতিঝিল টিএন্ডটি কলোনিতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে লাশটি ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁড়ির ইনচার্জ এসআই সুমন চক্রবর্তী জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের সঙ্গে থাকা দুইটি বাটন মোবাইল ফোনে ব্যবহৃত সিমকার্ডের তথ্য বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর