বগুড়ায় কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট: April 18, 2025 |
inbound7798272350214612434
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ছয় দফা দাবিতে লাগাতর আন্দোলনে নেমেছে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

১৮ এপ্রিল (শুক্রবার) বেলা ২ টার দিকে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চত্বর থেকে শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের কলোনী এলাকা প্রদক্ষিণ শেষ ইনটিউটরের সামনে গিয়ে সমাবেশের রুপ নেয়।

উক্ত সমাবেশ আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি তুলে ধরে দ্রুত তা বাস্তবায়নের আহবান জানান।

এর আগে গত বৃহস্পতিবার( ১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়া ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পলিটেকনিকের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

তারা বলেন,আজকের সংলাপ আমরা প্রত্যাখান করছি। কোয়ার্টারে অবস্থানরত ক্রাফট ইন্সট্রাক্টারদের ২৪ ঘন্টা মধ্যে কোয়ার্টার ছাড়ার আল্টিমেটাম দেওয়া হলেো।

যেহেতু এটা আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন, তাই অনিদিষ্টকালের জন্য মূল ফটকে তালা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।

এই আন্দোলনের অংশ হিসাবে এর আগেও ১৬ এপ্রিল(বুধবার) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল পৌণে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা শহরের বনানী মোড়ে সরকারি পলিটেকনিকসহ বগুড়া শহরের ৫টি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।

এছাড়াও, গত বুধবার সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এনে বগুড়া পলিটেকনিক ক্যাম্পাসে মশার মিছিল করেন আন্দোলনকারী।

প্রসঙ্গত,গত ১৫ এপ্রিলও একই দাবিতে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- হাইকোর্টের রায় প্রত্যাহার,নিয়োগ বিধি সংশোধন, সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ,আলাদা “কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়” প্রতিষ্ঠা এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্হাপন।

Share Now

এই বিভাগের আরও খবর