বরবাদ সিনেমার গল্পের উপস্থাপনে আমরা নতুনত্ব রেখেছি : পরিচালক

আপডেট: April 18, 2025 |
boishakhinews 37
print news

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের।

সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। এরই মধ্যে সিনেমাটির বাজেট, শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন নির্মাতা হৃদয়। ‘বরবাদ’ সিনেমার সাফল্যের কারণ নানাভাবে নানাজন ব্যাখ্যা করেছেন। এবার সিনেমাটির পরিচালক সাফল্যের পেছনে পাঁচটি কারণ তুলে ধরেছেন।

মেহেদী হাসান হৃদয় বলেন, “এক. ‘বরবাদ’ সিনেমার গল্প অসম্ভব ভালো। গল্পের উপস্থাপনেও আমরা নতুনত্ব রেখেছি। দুই. সিনেমাটিতে ইমোশনাল জায়গা আছে, যেগুলোর সঙ্গে দর্শকরা খুব সহজেই নিজেদের যুক্ত করতে পেরেছেন। তিন. সিনেমাটিতে চমৎকার প্রেমের ব্যাপার আছে। সিনেমাটির সংলাপগুলোও অনেক বেশি শক্তিশালী। চার. দর্শক সিনেমায় যে লেভেলের অ্যাকশন ও ভায়োলেন্স চায়, আমরা আমাদের চিন্তা থেকে তেমনভাবে ডিজাইন করেছি। যা দর্শককে সহজে আকৃষ্ট করেছে।”

পঞ্চম কারণ খানিকটা ব্যাখ্যা করে মেহেদী হাসান হৃদয় বলেন, “পাঁচ. সিনেমা হল থেকে বের হওয়ার পর আত্মতৃপ্তির যে ব্যাপার, সেটাও আমাদের সিনেমায় ছিল। একটি বার্তাও ছিল। সিনেমার শেষ সংলাপ হচ্ছে— পাপ বাপকেও ছাড়ে না। যতই ধনী বা প্রভাবশালী হোক না কেন, পাপ কাউকে ছাড়ে না—আমাদের সিনেমায় এটা চমৎকারভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ‘বরবাদ’ সিনেমার গল্পে এটাই ছিল আমার বার্তা, যা অন্য রকমভাবে সবার কাছে উপস্থাপন করা হয়েছে। এটাও দর্শকের ভালো লাগছে। এ ছাড়া সিনেমায় চমক ছিল। একটি দৃশ্যের পর আরেক দৃশ্যে কী হবে, দর্শক অনুমান করে বুঝতে পারেনি। বিশেষ করে বিরতির সময়ের চমকটায় সবাই চমকে গেছে।”

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

Share Now

এই বিভাগের আরও খবর