কুষ্টিয়ায় উলামা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

আপডেট: April 19, 2025 |
inbound4235810134521910646
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ‍্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

জামায়াতে ইসলামী উলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদির সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ‍্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা ও তাফসীরকারক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মইনুল হক আহসানী।

প্রতিক্ষিত ও আলোচিত এই সম্মেলনে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস‍্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, তালিমুল কোরআন এর জেলা সভাপতি ড. মাওলানা শহিদুল বারী, খেলাফত মজলিসর জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, অধ‍্যক্ষ মাওলানা তারিকুল ইসলাম, মসজিদ মিশনের জেলা সভাপতি হাফেজ রফিক উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি আহমদ আলী, জেলা ছাত্র শিবিরের সভাপতি খাজা উদ্দিন।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন মোঃ আফজাল হোসেন, মাওঃ বেলাল উদ্দিন, মাওঃ আব্দুল আলিম, হাফেজ মাওঃ আক্তারুজ্জামান, হাফেজ মাওঃ ওসমান গনি, মাওঃ মতিউর রহমান নাটোরী, মাওঃ রুহুল আমিন, মাওঃ আনিসুর রহমান শহীদ, হাফেজ মাওঃ হারুন অর রশীদ, মাওঃ হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম মোমিন, এনামুল হক, হাফেজ মাওঃ সেলিম রেজা প্রমূখ।

সম্মেলনে কুষ্টিয়া ও আশেপাশের জেলার দুই সহস্রাধিক আলেম অংশ গ্রহন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর