বগুড়ায় সিফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা থানার চাঞ্চল্যকর সিফাফ হত্যা মামলার পালতক আসামী কামরুলকে (৩২), র্যাব-১২ এবং র্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গনকবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
২০ এপ্রিল (রোববার) রাত্রি আনুমানিক ০০. ১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যব-১২ বগুড়া এবং র্যাব-৪,সিপিসি-২,সাভর এর যৌথ অভিযান ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গনকবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী কামরুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কামরুল বগুড়া জেলার গাবতলী থানাধীন উঞ্চুরখী উত্তরপাড়া গ্রামের লমোঃ মন্তেজার এর ছেলে। র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস এসব তথ্য নিশিত করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম সিফাত (১৪) পিতা- মোঃ হাফিজার সাং-উঞ্চুরখী, থানা-গাবতলী, জেলা-বগুড়া এর সাথে একই এলাকায় ইমরান হোসেন হাদু (৩৫), পিতা-মোঃ মোন্তেজার, সাং-উঞ্চুরখী উত্তরপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া তৃতীয় লিঙ্গের হওয়ায় সে অবিবাহিত ছিল এবং ভিকটিম সিফাত(১৪) এর সাথে সুসম্পর্ক থাকার কারনে মাঝে মধ্যে তার বাড়ীতে যাওয়া আসা করত।
ইমরান হোসেন হাদু তার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি সিফাতকে রেজিস্ট্রি করে দিবে বলে মাঝে মধ্যে বলত। ফলে ১নং ও ৩নং আসামী ভিকটিম সিফাত’কে হিংসা করত এবং সুযোগ বুঝে হত্যা করার পরিকল্পনা করতে থাকে।
গত ০৮/০৩/২০২৫ ইং তারিখ ইফতারের পর সিফাত তার বাড়ীর পাশে ঈদগাহ মাঠে গেলে ২নং আসামী ইমরান হোসেন হাদু রাত্রি অনুমান ২০.০০ ঘটিকার সময় তার বাড়ীতে নিয়ে যায়।
উপরোক্ত সকল আসামীদের পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ০৮/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় গাবতলী থানাধীন গাবতলী পৌরসভার অন্তর্গত উঞ্চুরখী উত্তরপাড়া গ্রামস্থ ২নং আসামী মোঃ ইমরান হোসেন হাদু এর শয়ন কক্ষের ভিতরে সিফাতকে গলায় গামছা পেচিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে।
পরবর্তীতে ভিকটিমের পিতা গাবতলী থানায় হত্যা মামলা রুজু করে। মামলা নং-১২, তারিখঃ ১০ মার্চ ২০২৫ ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এজাহার নামীয় আসামীদের’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এর ধারাবাহিকতায় অদ্য ২০ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত হত্যা মামলার ০১ নং এজাহার নামীয় পলাতক আসামী ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকয় অবস্থান করতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত্র আনুমানিক ০০.১৫ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-০৪, সিপিসি-২, সাভার এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গনকবাড়ী এলাকয় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামী মোঃ কামরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামী কামরুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।