রাজনৈতিক মামলা প্রত্যাহারের দরখাস্ত করা যাবে আইন মন্ত্রণালয়ে

আপডেট: April 20, 2025 |
inbound1098076578159577737
print news

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার প্রক্রিয়া আরও গতিশীল ও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে দায়ের হওয়া যেকোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলার ভুক্তভোগীরা সরাসরি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত কপি জমা দিতে হবে।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১১তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় আরও ৭২৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর আগে কমিটি মোট ৭ হাজার ৫৭০টি মামলার প্রত্যাহারের সুপারিশ করেছিল। ফলে এখন পর্যন্ত মোট ৮ হাজার ২৯৪টি মামলার প্রত্যাহারের সুপারিশ করলো কমিটি।

কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে দায়েরকৃত সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। সভায় সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা।

Share Now

এই বিভাগের আরও খবর