সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত, অনুষ্ঠিত হবে ২০২৬ সালে

আপডেট: April 24, 2025 |
boishakhinews 58
print news

এ বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু আচমকা এক ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, এ বছর হচ্ছে না এই আসর। প্রতিযোগিতার ১৫তম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আগামী জুন-জুলাইয়ে এবারের আসরটি আয়োজনের কথা এর আগে জানিয়েছিল সাফ কর্তৃপক্ষ।

তবে ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত তখন চূড়ান্ত করতে পারেনি তারা; সম্ভাব্য আয়োজক হিসেবে শোনা গিয়েছিল শ্রীলঙ্কার নাম।
বৃহস্পতিবার সাফ অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানায়। সেখানে বলা হয়েছে, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, আরো ভালোভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

Share Now

এই বিভাগের আরও খবর