কাশ্মীর সীমান্তে দুপক্ষের গোলাগুলি

আপডেট: April 26, 2025 |
print news

নিয়ন্ত্রণরেখা বরাবর আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। শুক্রবার রাতেই কাশ্মীরের একাধিক পয়েন্টে পাকিস্তানি সেনারা ‘অকারণ’ভাবে গুলি চালায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে, যার কড়া জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

 

দিল্লির অভিযোগ, টানা দুই রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করছে। ভারতের সেনাবাহিনীর মতে, সীমান্তে ভারতের প্রস্তুতি ও সতর্কতা যাচাই করতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ।

ঘটনার পটভূমিতে উপত্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছেন ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রান্তকারী হাফিজ সাঈদ।

এ ঘটনার পর ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। সিন্ধু নদী পানি চুক্তি বাতিলের হুঁশিয়ারির পাশাপাশি পাকিস্তানকে এক ফোঁটা জলও না দেওয়ার ঘোষণা এসেছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে ভিসা পরিষেবা, কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং দুই দেশের পর্যটকদের দ্রুত নিজ দেশে ফেরার নির্দেশ।

প্রতিবাদে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তানও। বাতিল করেছে সব দ্বিপাক্ষিক চুক্তি, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তিও। বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানোর অনুষ্ঠান।

Share Now

এই বিভাগের আরও খবর