জাবিতে জাকসু নির্বাচন ও জুলাই হামলার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট: April 28, 2025 |
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জুলাই হামলার বিচার নিশ্চিতকরণ ও জাকসু নির্বাচনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি করেছে একদল শিক্ষার্থী।

রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীদের ‘জাকসু দিয়ে বাহানা, চলবে না চলবে না’; ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘একশন একশন, ডাইরেক্ট একশন’; ‘আওয়ামী-ভারত ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর কবর দিক’; ‘বিচার চাই বিচার চাই,জুলাই হামলার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এছাড়া দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্যের কাছে প্রদান করেন।

দাবিগুলো হলো- ছাত্রলীগের হামলার বিচার নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ইন্ধন দেওয়া শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিচার নিশ্চিতকরণ, জাকসু নির্বাচনের ভোটার তালিকা থেকে ছাত্রলীগের নাম বাতিল এবং বৈধ শিক্ষার্থীদের নাম পুনঃসংযুক্ত করা, বিচারের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে জাকসু নির্বাচন আয়োজন, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা।

এসময় প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল গাফফার জিসান বলেন, জাকসু নির্বাচন যেন সুস্থ ও স্বচ্ছভাবে হয় সেই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছে।

সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা সকল ফ্যাসিস্টকে দ্রুত অপসারণ করতে হবে।

পাশাপাশি প্রকাশিত ভোটার তালিকা সংশোধন করে সেখান থেকে জুলাই হামলায় জড়িত সকল ছাত্রলীগ নেতা কর্মীদের নাম বাদ দিতে হবে।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাজু হাসান রাজন বলেন, জুলাইয়ের হামলাকারীদের বিচার, জাকসু নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজকের এই কর্মসূচি।

এ লক্ষ্যে মাননীয় উপাচার্যের নিকট জমা দিয়েছি। আমরা আশা করবো আমাদের দাবিগুলো খুব দ্রুতই বাস্তবায়ন হবে। জুলাইয়ের হামলাকারীদের বিচার ও জাকসু নির্বাচন নিয়ে কোন ধরনের টালবাহানা আমরা মেনে নিবো না।

স্মারকলিপি গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, বিচার কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সময় দিন।

আমরা ন্যায়বিচারের পক্ষে আছি। দাবিগুলো আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর