জয়পুরহাটে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ  এর উদ্বোধন

আপডেট: May 1, 2025 |
inbound5176433978938537658
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায়, জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর তত্ত্বাবধায়নে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আওতায় ( অনুর্ধ্ব-১৫) স্কুল ছাত্রদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের এতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।

মাসব্যাপী ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মন্ডল,  অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ,  তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ  প্রমুখ।

প্রশিক্ষণে ৯০ জন খেলোয়াড় এর মধ্য ৪০ জন বাছাই পূর্বক চূড়ান্ত প্রশিক্ষণ এর জন্য মনোনীত হবে। ৪০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর