রাণীশংকৈলে বৈশাখী মেলার উদ্বোধন

আপডেট: May 4, 2025 |
inbound6044984031527578217
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০ দিন ব্যাপি ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

শনিবার (৩ মে) সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জাঁকজমক ভাবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় পৌর বিএনপির সভাপতি ও মেলা কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন।

গেস্ট অব অনার ছিলেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন,ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন ও মাহামুদুন নবী বিশ্বাস পান্না, প্রধান শিক্ষক ও মেলা কমিটির উপদেষ্টা ফেরদৌস আলম মানিক ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, মেলার সাবেক সভাপতি,কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান ও মুনতাসির আল মামুন মিঠু, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলিসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশাখী মেলা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। দীর্ঘকাল ধরে বাংলাদেশের বাঙালি জাতি এ ঐতিহ্য বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ধারণ ও পালন করে আসছে।

লক্ষ্য রাখতে হবে আমাদের এ বাঙালি সংস্কৃতিতে যেন কোনো বিদেশি সংস্কৃতি মিশে না যায়। এবার মেলায় প্রায় দু’শ স্টল স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বৈশাখের গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মনিরুজ্জামান মনি ও অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।

Share Now

এই বিভাগের আরও খবর