জয়পুরহাটে ভাদসা ইউনিয়ন  কৃষক দলের ত্রি বার্ষিক সম্মেলন

আপডেট: May 5, 2025 |
inbound8178238648079334009
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন কৃষক দলের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ভাদসা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন সদর থানা কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন দিপু।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভীন আক্তার রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দীন, সদর থানা কৃষক দলের সদস্য সচিব আব্দুল জলিল মন্ডল, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ ।

সম্মেলনে আগামী ৩ বছরের জন্য শহিদুল ইসলামকে সভাপতি, ছানোয়ার ইসলামকে সাধারণ সম্পাদক ও শাহ সুলতানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর