আগামী জুনে শ্রীলঙ্কা সফর করবে শান্ত বাহিনী

আপডেট: May 5, 2025 |
boishakhinews 11
print news

চার বছর পর টেস্ট খেলতে আগামী জুনে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গল ও কলম্বোতে দুই টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও রয়েছে এবারের দ্বিপক্ষীয় সিরিজে। সোমবার (০৫ মে) এক মাসের সফরসূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

দুই দলের এই টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। প্রথম টেস্ট হবে গলেতে, ১৭ থেকে ২১ জুন। কলম্বোতে দ্বিতীয় টেস্ট ২৫-২৯ জুন।

 

সবশেষ বাংলাদেশ ২০২১ সালে শ্রীলঙ্কা সফর করেছিল। কোভিডের পরপরই পাল্লেকেল্লেতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্ট শ্রীলঙ্কা জিতে নিশ্চিত করে সিরিজ।

বাংলাদেশ সবশেষ ২০১৭ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। টেস্ট সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষে টি-টোয়েন্টি। তিন ওয়ানডের প্রথম দুইটি হবে কলম্বোতে, ২ ও ৫ জুলাই। তৃতীয় ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেল্লেতে। প্রথম টি-টোয়েন্টি হবে পাল্লেকেল্লেতে, ১০ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ডাম্বুলায় ১৩ জুলাই এবং শেষ টি-টোয়েন্টি কলম্বোতে ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।

আগামী ৩ জুন বাংলাদেশের পাকিস্তান সফর শেষ হবে। এরপর দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে দল ১৩ জুন যাবে শ্রীলঙ্কায়। সেখানে তিনদিন অনুশীলন করে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। কলম্বো নেমে সরাসরি গলে চলে যাবে অতিথিরা। কলম্বোতে টেস্ট ম‌্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ওয়ানডে সিরিজ হবে প্রেমাদাসায়।

Share Now

এই বিভাগের আরও খবর