খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

আপডেট: May 6, 2025 |
inbound8931483520484427658
print news

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তাকে বরণ করে নিতে রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’র সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন শত শত নেতাকর্মী।

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় অবতরণ করেন, আবেগে-উৎসবে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা।

গুলশানের ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে গড়ে উঠেছে নিরাপত্তার কড়া বলয়।

দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে জোর গলায় বলছেন, “দেশনেত্রী ফিরছেন এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।”

কেউ কেউ আবার মুঠোফোনে ফেসবুক লাইভ করছেন ফিরোজার সামনে থেকে।

রাজনীতির মাঠে খালেদা জিয়ার এ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

কারও কাছে এটি মাইনাস টু তত্ত্বের ব্যর্থতা, কারও কাছে এটি শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয় একটি রাজনৈতিক বার্তা।

আর ফিরোজার সামনে যারা অপেক্ষায়, তাদের জন্য আজকের সকাল এক বিজয়ের প্রত্যাশা।

Share Now

এই বিভাগের আরও খবর