চট্টগ্রামে নিজ কক্ষে র‌্যাব সদস্যের গু’লি’বি’দ্ধ ম’র’দে’হ উ’দ্ধার, চিরকুটে যা লেখা ছিল

আপডেট: May 8, 2025 |
inbound3426076291983404148
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প এ নিজ কক্ষ থেকে পলাশ সাহা (৩৭) নামে এক র‌্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চাঁন্দগাও র‌্যাব-৭ক্যাম্পের নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি। নিহত পলাশ শাহা বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭ তম ব্যাচের কর্মকর্তা।

পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র‌্যাবে আসেন।

র‌্যাব সেভেনের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে অভিযানের প্রস্তুতি গ্রহণ করার সময় নিজের নামে ইস্যু করা অস্ত্র নিয়ে নিজ কক্ষে প্রবেশ করেন পলাশ সাহা।

একটু পরে সেই কক্ষে গুলির শব্দ শোনা গেলে অন্য সদস্যরা দৌড়ে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পন।

সেই সময় তার নিজ ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা গেছে এবং টেবিলে সুইসাইড নোট পাওয়া যায়।

এ আর এম মোজাফফর হোসেন আরও জানান, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে।

এদিকে র‌্যাব মুখপাত্র ইন্তেখার চৌধুরী গণমাধ্যমকে বলেন, পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।

নিহতের মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে পলাশ লিখেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী।

inbound5535915150850123758

কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর।

তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। বোনকে উদ্দেশ্য করে পলাশ লিখেন, দিদি যেন সব কো-অডিনেট করে।’

তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মৃত বিনয় সাহার ছেলে।

Share Now

এই বিভাগের আরও খবর