আ.লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল

আপডেট: May 9, 2025 |
inbound7326051993837102955
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি।

শুক্রবার (৯ মে) দুপুরে বৃহস্পতিবার শহরের শুক্রবার দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা নাগরিক পার্টির জেলা সংগঠক ফিরোজ আলমগীর, জেলা সংগঠক আশরাফুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি আব্দুর রহিম, জেলা এবি পার্টি আহ্বায়ক সুলতান মাহমুদ, শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানসহ প্রমুখ।

বক্তারা বলেন বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদ কায়েম করে জুলুম নির্যাতন চালিয়েছে।

ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে।

তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। রাজপথে সেই ফয়সালা হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি না সেটা হাজারও শহিদ পরিবার নির্ধারণ করবে।

Share Now

এই বিভাগের আরও খবর