বগুড়ায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ গ্রেফতার ০৩


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে একটি কষ্টপাথর উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব।
৮ মে (বৃহস্পতিবার) বিকালে বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের রাজবাড়ী গ্রামের চন্ডিপুকুর নামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত-কিয়ামের ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৫) একই এলাকার রউচ উদ্দিনের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ (৪০) এবং মোঃ ছালাম মিয়ার ছেলে মোঃ নাছিম মিয়া(৩২)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম আজ শুক্রবার(৯ মে) এসব তথ্য নিশিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার খোট্রাপড়া এলাকার শরিফ নামের এক শিশু খেলার সময় পুকুরপাড়ে মূর্তিটি খুঁজে পায়।পরে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করেন।
সেই সুযোগে ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে নেন।এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শাহ বন্দেগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ জানান,খবর পেয়ে র্যাব-১২, বগুড়া মূর্তটি উদ্ধার করে নিয়ে গেছে।
এটি কষ্টপাথরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
শেরপুর থানার অফিসার (ওসি) শফিকুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।