সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট: May 9, 2025 |
inbound4900404327563942955
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি গত ২০১১ সালের ৪ ডিসেম্বর উপাধ্যক্ষ পদে অত্র কলেজে যোগদান করি। অদ্যাবধি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে আসছি।

২০২৪ সালে ৫ ই আগষ্টের পর দেশের পট পরিবর্তনের মধ্য দিয়ে অধ্যক্ষ পলাতক থাকায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আমি উপাধ্যক্ষ অবস্থায় থাকার কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করি।

যেটি বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনুযায়ী। সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকার একটি নির্দেশের মাধ্যমে কমিটির সভাপতি বিলুপ্ত করে উপজেলা নির্বাহী অফিসার কে সভাপতির দায়িত্ব প্রদান করেন।

সেই সময় উপজেলা নির্বাহী অফিসার,আর্মি অফিসার,থানার অফিসার ইনচার্জ ও সকল শিক্ষক- কর্মচারী শিক্ষার্থীদের উপস্থিতিতে সবাই যখন মতামত দেয় যে আমাদের উপাধ্যক্ষের কোন দোষ নেই, উনার কোনো দুর্নীতি নেই,উনি ফ্যাসিস্ট সরকারের কোনো দালালী করেন নাই।

আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অভিযোগ ওঠাতে পারেনি বিধায় আমি অদ্যাবধি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি।

কিন্তু কতিপয় দুই-চারজন শিক্ষক যাদের পদের লোভ,
যারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার অপচেষ্টা করছেন, যা নিয়মতান্ত্রিক ভাবে কখনো সম্ভব না,আইন কখনো পারমিট করে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ আই প্রযুক্তি ব্যবহার করে মঞ্চে আমার ছবি দিয়েছে।

যেখানে কোনো কথা নেই অথচ একটি অডিও রেকর্ড বাজাচ্ছে, যে অডিও রেকর্ড সম্পূর্ণ এডিটিং করা। এটা যে কেউ দেখলে বুজতে পারবে এটি ষড়যন্ত্র মূলক, প্রতিহিংসা মূলক তাছাড়া অন্যকিছু না।

কারণ আমার ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং এপদটি দখল করা অপচেষ্টা মাত্র। তাদের এই অপচেষ্টা সফল হবে না। তাই ফেসবুকে ও ইউটিউবে এ তথ্য সঠিক নয়। এ তথ্য মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও বানোয়াট।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা সমাজের দর্পণ।

মিথ্যা ভিত্তিহীন সংবাদ যা সমাজের ও একজন ব্যক্তির অনেক সম্মানহানি করে। সত্য মিথ্যা যাচাই করে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর