বগুড়ায় বিএনপি’র অফিস ভাংচুর মামলায় যুবলীগ নেতা রিংকু গ্রেফতার

আপডেট: May 11, 2025 |
inbound8612533631055852964
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরের বিএনপি’র কার্যালায়,ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় এমদাদুল করিম রিংকু(৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।

শুক্রবার (০৯ মে) দিবাগত রাতে জেলা শহরের ছিলিমপুর উত্তরপাড়া এলাকা থেকে রিংকু’কে গ্রেফতার করা হয়।

শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

গ্রেফতারকৃত এমদাদুল করিম রিংকু বগুড়া জেলা শহরের ছিলিমপুর উত্তরপাড়ার রেজাজুল করিম রেজার ছেলে।

বগুড়ার ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছর ১৬ জুলাই বগুড়া শহরের বিএনপি’র কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায় একদল সন্ত্রাসী।

ঘটনার পর ১৭ আগস্ট বগুড়া সদর থানায় মামলা (নং-১৫, ধারা- ১৪৩/২৪৭/৪৪৮/৪৩৬/৪২৭/১১৪/৫০০//৫০, পেনাল কোড,তৎসহ বিস্ফোরক উপাদানাবলি ১৯০৮ এর ৩/৫/৬রুজু হয়।

ওই মামলায় অন্যতম পালাতক আসামী ছিলেন রিংকু।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী রিংকু’কে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর