গাজীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

আপডেট: May 12, 2025 |
inbound1217955996970002998
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : “জ্ঞান—বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”— এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে সোমবার থেকে দু’দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড— শুরু হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শহরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত সপ্তাহের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সোহেল রানা।

মেলায় জুনিয়র (মাধ্যমিক বিদ্যালয়)এবং সিনিয়র (উচ্চ মাধ্যমিক) গ্রুপে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা এবং বিশেষ ফেসবুক গ্রুপ বিভিন্ন বিজ্ঞান ক্লাব থেকে খুদে বিজ্ঞানীরা ২২টি স্টলে তাদের সৃজনশীল ও মেধাভিত্তিক উদ্ভাবিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শন করে।

Share Now

এই বিভাগের আরও খবর