সারিয়াকান্দি ডিগ্রী কলেজে আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব প্রদান

আপডেট: May 13, 2025 |
inbound2694929867287193442
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রী কলেজের গভর্নিং বডি (এডহক কমিটির) সভার সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সহকারি অধ্যাপক (কৃষি) আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। মুনজুর মোরশেদকে পূর্বের উপাধ্যক্ষ পদে পুনঃবহাল রাখা হয়েছে।

১২ মে (সোমবার) সকালে সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অডিটোরিয়াম কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের গভর্নিং বডির(এডহক কমিটি) ও উপজেলা বিএনপির সভাপতি নূর এ আজম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সিনিয়র সহ-সভাপতি আমিনুল মোমিন পিন্টু, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ ইকবাল, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিক।

এছাড়াও অত্র কলেজের প্রভাষক ও কর্মচারী বৃন্দ এবং উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- সাম্প্রতিক মুনজুর মোরশেদের বিরুদ্ধে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের নামে মিথ্যাচার, অশ্লীল কথা বলা, কলেজের নানা অনিয়মের অভিযোগে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদের কাছে মুঠোফোনে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

Share Now

এই বিভাগের আরও খবর