মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়ে কিছু জানে না বিসিবি

আপডেট: May 14, 2025 |
inbound8289812085652981984
print news

চলমান আইপিএলের শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালসের হয়ে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগেও দুই আসরে দিল্লির হয়ে মাঠে নামেন মুস্তাফিজ। তবে এবার তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আইপিএলে অংশ নেওয়ার জন্য এখনো এনওসির আবেদন করেননি এই টাইগার পেসার।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, “এখন পর্যন্ত এনওসির জন্য মুস্তাফিজ কোনো আবেদন করেননি। দিল্লি নিজেদের পেজে জানালেও, আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। হয়তো খেলোয়াড়ের সঙ্গে তাদের আগাম যোগাযোগ ছিল। যদি এনওসির আবেদন আসে, সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে মে মাসে জাতীয় দলের সূচিও বেশ ব্যস্ত। ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। এরপর মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা লিটন দাসের নেতৃত্বাধীন দলের। সফরের সূচি এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতির অংশ হিসেবে দল এরই মধ্যে মিরপুরে ক্যাম্প করেছে এবং আজ দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

মুস্তাফিজকেও দুবাই সফরের দলে রাখা হয়েছে, যার অর্থ আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আইপিএলে অংশ নিতে হলে বিসিবির ছাড়পত্র লাগবে, যা এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে, এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া আইপিএল। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে নিরাপত্তা শঙ্কায় টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর