বগুড়ায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদর উপজপলায় দেশীয় অস্ত্রসহ সাদিকুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ মে (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া উউনিয়নের তেলিহারা গ্রামে অভিযান পরিচালনা করে সাদিকুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক সাদিকুর রহমান জেলা সদরের শাখারিয়া ইউনিয়নের তেলিহারা গ্রামের মিষ্টার প্রামাণিক এর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন।
ওসি মঈনুদ্দিন জানান,একটি চোরাই মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করে সাদিকুর রহমানের অবস্থান শনাক্ত করা হয়।
পরে তাঁর বাড়িতে বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি হাসুয়া ও একটি চায়নিজ কুড়াল উদ্ধারসহ তাঁকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।