বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান গ্রেফতার

আপডেট: May 19, 2025 |
inbound4992560398037957228
print news

শাহজাহান, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

১৮ মে (রোববার) বগুড়ার শাজাহানপুর উপজেলা বেতগাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশ(ডিবি)’র একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ইমরান হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকার মৃত-নইমুদ্দিনের ছেলে।

এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

স্হানীয় সূত্রে জানা যায়,ইমরান হোসেনের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের কোনো মামলা ছিল না।তাই তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন।

ডিবি পুলিশ রোববার দুপুরে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।

বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই আরিফুল ইসলাম জানান,সন্দিহান আসামী হিসাবে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার তাকে আদাতলের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর