ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ কাল

আপডেট: May 21, 2025 |
inbound7233395273599882092
print news

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে শুনানি শেষ হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত আদেশ জানাবেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরের ১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়।

ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। এরআগে গতকাল মঙ্গলবারও এ রিটের শুনানি হয়, বুধবার হয় দ্বিতীয় দিনের শুনানি।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। ওই রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর বাসিন্দা মো. মামুনুর রশিদ।

এদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেয়ার দাবিতে কদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।

বুধবার ওই বিক্ষোভ সপ্তম দিনে পড়েছে। এদিন মৎস্য ভবন ও নগর ভবনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়।

তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর