বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: May 21, 2025 |
inbound6605757845050909810
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ইসলামিক ফাউণ্ডেশনর আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১মে (বুধবার) সকালে বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে ইসলামিক ফাউণ্ডেশন বগুড়ার আয়োজিত সামপ্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সামসজিক সমস্যা সমাধানে মসজিদের খতিব ও ইমামদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউণ্ডেশন বগুড়ার উপ-পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বগুড়া জেলা প্রশাসন হোসনা আফরোজা।

ইসলামিক ফাউণ্ডেশন বগুড়ার ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম।

অনুষ্ঠানে আলোচনা পেশ করেন বাইতুল রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনোনয়ন হোসেন, মাওলানা আব্দুল্লাহ নজিব,মুফতি মাওলানা কাজী ফজলুল করিম রাজু প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন,দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে মসজিদের খতিব ও ইমামদের এগিয়ে আসতে হবে।

জুমার খুৎবায় আপনারই মুসল্লীদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরেছেন এবং ধরবেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন এলাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।

Share Now

এই বিভাগের আরও খবর