শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার ছাত্র নাঈমের মৃত্যু


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে পানিতে ডুবে নুর মোহাম্মাদ নাঈম(১২) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
২৩ মে (শুক্রবার) দুপুর সাড়ে ১২ টার দিকে নাঈমসহ তার ৩/৪ জন বন্ধু দুপুরে বাড়ির পার্শ্বে একটি পুকুরে গোসল করতে গিয়ে পুকুর পাড় হতে পুকুরে ঝাপ দিলে পানিতে ডুবে গিয়ে নাঈমের মৃত্যু হয়।
নাঈম দাড়িদহ আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও ময়দানহাট্টা গ্রামের রেজাউক করিমের বড় ছেলে।
পরিবারের লোকজন বলেন, নাঈম সহ তাহার ৩/৪ বন্ধু দুপুরে তাদের বাড়ির পাশে তোফাজ্জল হোসেনের পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পাড় হইতে সবাই এক সাথে পুকুরে ঝাপ দেয়।
এ সময় নাঈমের বন্ধুরা পুকুর পাড়ে উঠলেও নাইম পানিতে ডুবে যায়। এর পর তার বন্ধুদের চিৎকারে পরিবারের লোকজন এসে নাঈমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ময়দান হাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। এ বাপারে শিবগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।