বগুড়ায় উৎসবমুখর পরিবেশে মোটর শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ

আপডেট: May 23, 2025 |
inbound3346138647269254037
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩ তম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

২৩ মে (শুক্রবার) বগুড়া জিলা স্কুলে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবেভোটগ্রহন হয়েছে।

ভোটে ২১ হাজার ৪৭২ জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, নির্বাচনে ১১৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সভাপতি পদে ২ জন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ধর্মীয় সম্পাদক পদে ৪ জন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে ৫ জন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে ৪ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৩২৭ জন প্রিজাইডিং অফিসার ১০৯টি বুথে ভোট গ্রহণ করেছেন।

inbound5170319808415612808

প্রতিটি বুথে ২০০ করে ভোট গ্রহণ করা হয়েছে। এছাড়াও ১০ জনের মনিটরিং টিম, ১০ জন স্বেচ্ছাসেবক, ৬৫ জন আনসার, এডিএম’র নেতৃত্বে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।

এরপরও জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারাও নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

এছাড়াও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এদিকে নির্বাচনকে ঘিরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় সকল থেকে আনন্দ-উল্লাস করেছেন ভোটাররা।

নিজেরদের পছন্দের প্রার্থীদের পক্ষে তারা ব্যানার, ফেস্টুন ও মার্কা নিয়ে মিছিল করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর