বগুড়ায় সাবেক এমপি সাহাদারা মান্নানের ফুপাতো ভাই আ. লীগ নেতা ছোটন গ্রেফতার

আপডেট: May 24, 2025 |
inbound1893979656880740518
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার এজাহারনামীয় পালাতক আসামী ও সোনাতলা উপজেলার আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেরী আলম ছোটন (৪২) কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

২৩ মে (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া শহরের নুরানী মোড় এলাকা থেকে সাবেরী আলম ছোটনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছোটন সোনাতালা উপজেলার দীঘিরপাড়া গ্রানের মৃত রফিকুল ইসলাম বুটু মন্ডলের ছেলে।

তিনি সোনাতলা আসনে সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের আপন ফুপাতো ভাই।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, সাবেরী আলম ছোটনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলাসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর