গাজীপুর‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

আপডেট: May 26, 2025 |
inbound27554951803738181
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

বারটান নির্বাহী পরিচালক (উপ-সচিব) রেহেনা আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি: ছিলেন সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি জ্ঞান সমৃদ্ধ করে তুলতে হবে। পুষ্টি সমৃদ্ধ জাতি মানেই একটি সমৃদ্ধশালী জাতি।

তাই ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি সমৃদ্ধ করে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করা প্রয়োজন।

Share Now

এই বিভাগের আরও খবর