মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট: May 26, 2025 |
inbound5555986904165636549
print news

চার‌ দিনের সফরে মঙ্গলবার রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এ সফরে সাত‌টি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি জাপানের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, “আমরা বাজেটারি সাপোর্ট হিসাবে জাপানের কাছে ১ বিলিয়ন ডলার চাচ্ছি।”

পররাষ্ট্র সচিব জানান, সরকারপ্রধান মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন টোকিওতে পৌঁছাবেন। সেদিন বিকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো।

এরপর বুধবার নিক্কেই ফোরামে অংশ নেবেন মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার সকালে তিনি টোকিও থেকে দেশের উদ্দেশে রওনা হবেন। সিঙ্গাপুর হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন ওইদিন রাতে।

রুহুল আলম সিদ্দিকী বলেন, “২৯ মে প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাস, টোকিও আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন এবং বিশেষ বক্তব্য দেবেন।

অদূর ভবিষ্যতে জাপানের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ কীভাবে আরও দক্ষ জনশক্তি পাঠাতে পারে সে ব্যাপারে সেমিনারে আলোকপাত করা হবে।”

সরকারপ্রধানের এ সফরে যে ৭টি সমঝোতা স্মারক সই হবে, তার মধ্যে দুটি জনশক্তি রপ্তানি বিষয়ক বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, বিএমইটি ও দুই জাপানি কোম্পানির মধ্যে এ দুটি সমঝোতা হবে।

“এসব সমঝোতা হবে স্কিল ডেভেলপমেন্ট ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে।”

Share Now

এই বিভাগের আরও খবর