কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে দুজনের মৃত্যু

আপডেট: May 28, 2025 |
inbound6900854370361734649
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আশরাফুল হোসেন কালু (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে স্থানীয় একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়।

দ্রুত উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) ভোররাতে তার মৃত্যু হয়।

মৃত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

অন্যদিকে কামরুল প্রামানিক (৫০) নামে এক ব্যক্তিকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কলা বাগানে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত কামরুল প্রামানিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনিও কৃষি কাজ করতেন।

কামরুলের ভাতিজা বিপুল প্রামাণিক বলেন, আমার চাচা সকালে মাঠে যান। মাঠে কলা বাগানে কাজ করা অবস্থায় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়।

এ সময় সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসেন চাচা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মৃত কালুর স্বজনরা বলেন, গভীর রাতে আম বাগানে গিয়েছিলেন কালু। এ সময় রাসেলস ভাইপার সাপে কামড় দেয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর