ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

আপডেট: May 28, 2025 |
inbound5658313426171280213
print news

ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। গ্রেপ্তার সোহাগ সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সোহাগের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আসাদউজ্জামান।

Share Now

এই বিভাগের আরও খবর