বেরোবিতে বিএনসিসি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

আপডেট: May 28, 2025 |
inbound2843252900508268753
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ২০২৪/২০২৫ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮মে, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি বিএনসিসি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা বিএনসিসি’র কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হলে ক্যাম্পাস থেকে অপরাজনীতি ও অপসংস্কৃতি দূর হবে।

প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহণের পর ক্যাডেটরা মানবিক কল্যাণে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে প্রয়োগ করতে পারলে এই কার্যক্রম সার্থক হবে।

উপাচার্য জানান, বিএনসিসি’র যে কোন সৃষ্টিশীল কাজের সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।

আগামীতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী বিএনসিসি’র কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে তৃতীয় স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ক্যাডেট সার্জেন্ট তানজির হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট সার্জেন্ট মোঃ হাসিবুল হাসান এবং প্রথম স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ল্যান্স কর্পোরাল সাইফুল্লাহ আত তালহা।

বেরোবি উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আবু রিফাত মোঃ মোতালেব, বেরোবি বিএনসিসি-এ পিইউও ইফফাত আরা বাঁধন, রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. স্নিগ্ধা দেবনাথ, মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. আখতারুজ্জামান প্রমুখ।

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেয়া রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বিএনসিসি ক্যাডেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর