সিঙ্গাপুরের বিপক্ষে ২৬ সদস্যের স্কোয়াডের নাম ঘোষণা

আপডেট: May 28, 2025 |
boishakhinews 94
print news

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সকালে বাংলাদেশে পৌঁছান ফাহমিদুল ইসলাম। ইতালি থেকে দেশে পা রেখেই এবার সুসংবাদ পেয়েছেন এই ফরোয়ার্ড। তাকে রেখেই যে আজ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। অবশ্য তার জন্য নতুন সংবাদ নয়।

কেননা প্রাথমিক দলে থাকবেন এটাই নিশ্চিত না হলে দেশে আসতেন না।
সিঙ্গাপুরের বিপক্ষে দেওয়া ২৬ সদস্যের স্কোয়াডে আছেন প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক প্রবাসী সামিত সোম। আছেন ভারতের বিপক্ষে অভিষেক হওয়া হামজা চৌধুরীও। তাদের সঙ্গে দলে ফিরেছেন আবানহীর ফরোয়ার্ড সুমন রেজা।

তবে বাদ পড়েছেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা জুনিয়র।
গত মার্চের ফিফা উইন্ডোতে অবশ্য বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ফাহমিদুল। দলের সঙ্গে সিঙ্গাপুরেও ক্যাম্প করেছিলেন। তবে শেষ মুহূর্তে ভারতের বিমানে না চড়ে ইতালির উদ্দেশে রওনা দেন তিনি।

কারণ, তার একটু সময় লাগবে জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে ফাহমিদুলকে রাখেননি কাবরেরা।
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি আগামী ১০ জুন হবে। যে মাঠে হবে সেই জাতীয় স্টেডিয়াম আজ সকাল বেলা পরিদর্শন করতে গিয়েছিলেন কোচ কাবরেরা। ম্যাচকে সামনে রেখে আগামী ৩০ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড :

গোলরক্ষক
মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার
মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।

মিডফিল্ডার
মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোম।

ফরোয়ার্ড
ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।

Share Now

এই বিভাগের আরও খবর