তান্ডব সিনেমাতে আইটেম গানে পারফরম করবেন সাবিলা নূর

আপডেট: May 28, 2025 |
boishakhinews 95
print news

আসন্ন ঈদের সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে আলোচনা দিন দিন বেড়েই চলেছে। সিনেমাটিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি টিমের পক্ষ থেকে। তবে শুটিং থেকে শুরু করে সিনেমাটির বিভিন্ন দৃশ্য অন্তর্জালে ফাঁস হচ্ছে। যা দেখে দর্শকদের আর বুঝতে বাকি নেই যে, সিনেমাটিতে নানা চমক থাকছে।

বেশ কিছুদিন ধরে শাকিব খানের সিনেমাটিতে আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও দেওয়া নিয়ে সোশ্যালে ভক্তদের মধ্যে চলছে কাটাছেঁড়া! এর মধ্যেই নতুন খবর সিনেমাটির আইটেম গান নিয়ে।

শুধু থেকেই অন্তর্জালে আইটেম গানে কে থাকছেন, তা নিয়ে দেখা গেছে নানা গুঞ্জন। সেই তালিকায় নাম উঠে এসেছে দক্ষিণি নায়িকা শ্রীলীলা, তামান্না ভাটিয়া, শ্রুতি হাসানসহ বলিউডের আরো বেশ কিছু নায়িকার নাম। তবে এসব বিষয় নিয়ে সিনেমাটির টিম থেকে কেউই কখনোই মুখ খোলেননি।

তার পরও সোশ্যালে থামেনি গুঞ্জন চর্চা।
তবে এবার জানা গেল, বিদেশি কোনো নায়িকা নন, ‘তাণ্ডব’-এর আইটেম গার্ল সাবিলা নূর। সিনেমাটির নায়িকাকে আইটেম গানে পারফরম করতে দেখা যাবে। আজ বুধবার আইটেম গানে অংশ নিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন সাবিলা নূর। এ ছাড়া এতে রয়েছেন জয়া আহসান, শহিদুজ্জামান সেলিম, ডা. এজাজ, আফজাল হোসেন, এফ এস নাঈম প্রমুখ। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Share Now

এই বিভাগের আরও খবর