বাংলাদেশকে পাকিস্থানকে হারাতে হলে করতে হবে ২০২ রান

আপডেট: May 28, 2025 |
boishakhinews 96
print news
হাই স্কোরিং ম্যাচের কথা জানিয়েছিলেন লিটন দাস। পাকিস্তানের ইনিংস শেষেও তাই হলো। লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে জিততে হলে বাংলাদেশকে ২০২ রানের বাধা অতিক্রম করতে হবে।

অথচ, বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ।

 দুর্দান্ত শুরুর রেশটা ফিরতি ওভারে ধরে রাখেন  শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ফখর জামানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। তবে তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলিয়ে নেন মোহাম্মদ হারিস ও সালমান আগা। হারিস ৩১ রানে থামলেও ফিফটি করে দুই শর বেশি রানের ভিতটা গড়ে দেন পাকিস্তানের অধিনায়ক সালমান (৫৬)।
পাঁচে নেমে কাঁটায় কাঁটায় ২০০.০০ স্ট্রাইকরেটে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দারুণ অবদান রাখেন হাসান নওয়াজ। তবে শেষ তিন ওভারে ৪৩ রান নিয়ে বাংলাদেশের শেষটা সুন্দর হতে দেননি শাদাব খান ও ফাহিম আশরাফ। শাদাবের ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসের বিপরীতে ১১ রান করেছেন ফাহিম। এতে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে বোলিং করা প্রত্যেক বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর