পরীক্ষায় নকল: ডিআইইউ’র দুই শিক্ষার্থী বহিষ্কৃত

আপডেট: May 30, 2025 |
inbound6129447509343474999
print news

ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগের ৯৪তম এবং ১০৯তম ব্যাচের দুই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ডে শিফটে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ৯৪তম ব্যাচের একজন শিক্ষার্থী নকল করার সময় দায়িত্বরত পরীক্ষকের কাছে ধরা পড়েন।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (সহকারী) মোঃ মনিরুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে জানানো হয়, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনার এক দিন আগেই, একই বিভাগের ১০৯তম ব্যাচের আরেকজন শিক্ষার্থীকে একই ধরনের অপরাধে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

একাধিক দিনের মধ্যে এ ধরনের ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।

তিনি বলেন, ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় কোনো ধরনের নকল বা অনৈতিকতা বরদাশত করা হবে না।

উপাচার্য আরও জানান, প্রতিটি বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে শিক্ষকদেরও পরীক্ষার সময় কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী অনৈতিকভাবে মূল্যায়নে অংশ নিতে না পারে।

Share Now

এই বিভাগের আরও খবর