বিগত সময়ে রাষ্ট্রের কোনো অগ্রগতি হয়নি :বিভাগীয় কমিশনার

আপডেট: May 30, 2025 |
inbound4952260477399555440
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্র সকল মানুষের।

রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, বিগত সময়ে রাষ্ট্রের কোন অগ্রগতি হয়নি। কিছু কিছু মানুষ ব্যক্তি পর্যায়ে নিজেদের অগ্রগতি করেছে।

এখন রাষ্ট্রের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। মানুষের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়,সিলেট আয়োজিত সিলেট বিভাগের পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার।

কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ কর্মী ও সংগঠক আব্দুল করিম কিম, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহা।

কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ, সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ সিংহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চ. দা.) ফেরদৌস আনোয়ার, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, আটাব সিলেট জোনের সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমাইয়ুন কবির লিটন, এখন টেলিভিশনের সিলেট প্রতিনিধি গোলজার আহমদ, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, ভোলাগঞ্জ বোট মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর