জয়পুরহাটে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

আপডেট: May 30, 2025 |
inbound6136927991139213318
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে অসহায় গরিব ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)।

বৃহস্পতিবার বিকেলে শহরের রেলগেটে দুস্থদের মাঝে খাবার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

এ সময় – জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলাম, সহ সভাপতি এ টি এম রাজিউর রহমান রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কিরণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর